找歌词就来最浮云

《Meghmallar》歌词

所属专辑: Kemon Achho Sahar 歌手: Lakkhichhara 时长: 04:44
Meghmallar

[00:00:00] Meghmallar - Lakkhichhara

[00:00:01] Written by:Lakkhichhara

[00:00:08] আরও এক সন্ধ্যায় বা বৃষ্টিতে

[00:00:12] যাবে চলে দূরে

[00:00:16] সবুজ থেকে সরে গিয়ে

[00:00:20] মেঘের ওই পারে

[00:00:24] ওইখানেতেই গান যে শেষ

[00:00:28] তোমার চোখের পাশে

[00:00:31] ভুলে গিয়ে নাম ঝড়ের

[00:00:35] অদৃশ্য ডানার সাথে

[00:00:43] তোমার জন্য ভাষা নেই আমার

[00:00:47] ভুলে গেছি ভালোবাসার গ্রামার

[00:00:51] শেষ কি হবে ভালোবাসার

[00:00:54] যখন দেখা হবে তোমার আমার

[00:00:59] ফ্যাবিওলাস ডাকেও যে তোমায়

[00:01:03] এক নতুন সন্ধ্যায়

[00:01:06] ক্যামেলিয়ার সাথে তোমার

[00:01:10] কথা শেষ প্রায়

[00:01:14] নিঃস্বঙ্গ সন্ধ্যের মাঝে

[00:01:18] তোমাকে উপহার

[00:01:22] নীল সমুদ্রের গন্ধে মেঘমল্লার

[00:01:30] নিঃস্বঙ্গ সন্ধ্যের মাঝে

[00:01:33] তোমাকে উপহার

[00:01:37] নীল সমুদ্রের গন্ধে মেঘমল্লার

[00:02:23] ভাইলেট তাই ফিরিয়েছে নাম

[00:02:27] কোন বৃষ্টিতে

[00:02:31] শেষ কালে পর্দার ওপাশ থেকে

[00:02:36] কোন সৃষ্টিতে

[00:02:39] কান্না তোমার কালো মেঘে

[00:02:44] মিশে যায়

[00:02:47] দেখা শেষে

[00:02:51] শূন্যতে হারায়

[00:02:58] চলে যেও এই পথ ছেড়ে

[00:03:03] থেকো না আর

[00:03:06] তুমি গ্রীষ্ম বর্ষা শীত আষাঢ়

[00:03:14] দেখা হবে কোন বৃষ্টি ভেজা

[00:03:18] ফুটপাতে

[00:03:22] রাখবো না হাত

[00:03:26] তোমার হাতে

[00:03:30] নিঃস্বঙ্গ সন্ধ্যের মাঝে

[00:03:33] তোমাকে উপহার

[00:03:37] নীল সমুদ্রের গন্ধে মেঘমল্লার

[00:03:45] নিঃস্বঙ্গ সন্ধ্যের মাঝে

[00:03:49] তোমাকে উপহার

[00:03:53] নীল সমুদ্রের গন্ধে মেঘমল্লার

[00:04:01] নিঃস্বঙ্গ সন্ধ্যের মাঝে

[00:04:08] নীল সমুদ্রের গন্ধে

[00:04:14] মেঘমল্লার

[00:04:16] নিঃস্বঙ্গ সন্ধ্যের মাঝে

[00:04:21] মেঘমল্লার

您可能还喜欢歌手Lakkhichhara的歌曲:

随机推荐歌词: