找歌词就来最浮云

《Tumi Jake Bhalobaso(Male Version) (From ”Praktan”)》歌词

所属专辑: Bengali Puja - Special Hits 歌手: Anupam Roy 时长: 04:56
Tumi Jake Bhalobaso(Male Version) (From ”Praktan”)

[00:04:56] তুমি যাকে ভালোবাসো

[00:04:56] স্নানের ঘরে বাষ্পে ভাসো।

[00:04:56] তার জীবনে ঝড়।

[00:04:56] তুমি যাকে ভালোবাসো

[00:04:56] স্নানের ঘরে বাষ্পে ভাসো।

[00:04:56] তার জীবনে ঝড়।

[00:04:56] তোমার কথার শব্দদূষণ, তোমার গলার স্বর,

[00:04:56] আমার দরজায় খিল দিয়েছি,

[00:04:56] আমার দারুন জ্বর!

[00:04:56] তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর।

[00:04:56] তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর।

[00:04:56] তোমার নৌকোর মুখোমুখি আমার সৈন্যদল,

[00:04:56] বাঁচার লড়াই।

[00:04:56] আমার মন্ত্রী খোয়া গেছে, একটা চালের ভুল,

[00:04:56] কোথায় দাঁড়াই।

[00:04:56] কথার ওপর কেবল কথা,

[00:04:56] সিলিং ছুঁতে চায়।

[00:04:56] নিজের মুখের আয়না আদল,

[00:04:56] লাগছে অসহায়।

[00:04:56] তুমি অন্য কারোর গল্পে নায়িকা।

[00:04:56] তুমি অন্য কারোর গল্পে নায়িকা।

[00:04:56] বুকের ভেতর ফুটছে যেন মাছের কানকোর লাল,

[00:04:56] এত নরম।

[00:04:56] শাড়ির সুতো বুনছে যেন সেই লালের কঙ্কাল,

[00:04:56] বিপদ বড়।

[00:04:56] কথার ওপর কেবল কথা,

[00:04:56] সিলিং ছুতে চায়।

[00:04:56] নিজের মুখের আয়না আদল,

[00:04:56] লাগছে অসহায়।

[00:04:56] তুমি অন্য কারোর গল্পে নায়িকা।

[00:04:56] তুমি অন্য কারোর গল্পে নায়িকা।

[00:04:56] তুমি যাকে ভালোবাসো,

[00:04:56] স্নানের ঘরে বাষ্পে ভাসো।

[00:04:56] তার জীবনে ঝড়।

[00:04:56] তোমার কথার শব্দদূষণ, তোমার গলার স্বর,

[00:04:56] আমার দরজায় খিল দিয়েছি,

[00:04:56] আমার দারুন জ্বর!

[00:04:56] তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর

[00:04:56] তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর

[00:04:56] তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর

[00:04:56] তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর।