找歌词就来最浮云

《Rumjhum Jhumjhum》歌词

所属专辑: Five 歌手: Arko Mukhaerjee 时长: 04:59
Rumjhum Jhumjhum

[00:00:00] Rumjhum Jhumjhum - Arko Mukhaerjee

[00:01:19] রুমঝুম ঝুমঝুম

[00:01:20] রুমঝুম ঝুমঝুম

[00:01:21] রুমঝুম ঝুমঝুম

[00:01:22] রুমঝুম ঝুমঝুম

[00:01:24] খেজুর পাতায় নুপূর বাজায়

[00:01:26] কে যায় যায়

[00:01:28] রুমঝুম ঝুমঝুম

[00:01:29] রুমঝুম ঝুমঝুম

[00:01:30] রুমঝুম ঝুমঝুম

[00:01:31] রুমঝুম ঝুমঝুম

[00:01:33] খেজুর পাতায় নুপূর বাজায়

[00:01:35] কে যায় যায়

[00:01:55] উড়না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে

[00:02:00] উড়না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে

[00:02:04] কুসুম ছড়ায় পথের বালুকায়

[00:02:09] কুসুম ছড়ায় পথের বালুকায়

[00:02:13] রুমঝুম ঝুমঝুম

[00:02:14] রুমঝুম ঝুমঝুম

[00:02:16] রুমঝুম ঝুমঝুম

[00:02:16] রুমঝুম ঝুমঝুম

[00:02:18] খেজুর পাতায় নুপূর বাজায়

[00:02:21] কে যায় যায়

[00:02:45] তাহার ভুরুর ধনুক বেকে উঠে তনুর তলোয়ার

[00:02:49] তাহার ভুরুর ধনুক বেকে উঠে তনুর তলোয়ার

[00:02:54] সে যেতে যেতে ছড়ায় পথে পাথর কুচির হাড়

[00:02:58] তার ডালিম ফুলের ডালি গোলাপ গালের লালী

[00:03:03] ইদের চাঁদও চাই

[00:03:05] তার ডালিম ফুলের ডালি গোলাপ গালের লালী

[00:03:10] ইদের চাঁদও চাই

[00:03:12] রুমঝুম ঝুমঝুম

[00:03:13] রুমঝুম ঝুমঝুম

[00:03:14] রুমঝুম ঝুমঝুম

[00:03:16] রুমঝুম ঝুমঝুম

[00:03:17] খেজুর পাতায় নুপূর বাজায়

[00:03:20] কে যায় যায়

[00:03:44] অারবী ঘোড়ায় সওয়ার হয়ে

[00:03:46] বাদশাহ জাদা বুঝি সাহারাতে ফেরে

[00:03:52] অারবী ঘোড়ায় সওয়ার হয়ে

[00:03:54] বাদশাহ জাদা বুঝি সাহারাতে ফেরে

[00:03:58] কোন মরীচিকায় বুঝি

[00:04:02] কত তরুন মুসাফির

[00:04:04] পথ হারাল হায়

[00:04:06] কত তরুন মুসাফির

[00:04:09] পথ হারাল হায়

[00:04:11] কত বনের হরিণ মের

[00:04:13] তারি ইশারায়

[00:04:15] কত বনের হরিণ মের

[00:04:18] তারি ইশারায়

[00:04:20] রুমঝুম ঝুমঝুম

[00:04:21] রুমঝুম ঝুমঝুম

[00:04:22] রুমঝুম ঝুমঝুম

[00:04:23] রুমঝুম ঝুমঝুম

[00:04:25] খেজুর পাতায় নুপূর বাজায়

[00:04:28] কে যায় যায়

您可能还喜欢歌手Arko Mukhaerjee的歌曲:

随机推荐歌词: